একজন মানুষের জীবনে হরমোনের প্রভাব (Effect of Hormones in human life)


পুরো পৃথিবী চলছে Hormone এর প্রভাবে। একটা মানুষ খুবই Depressed, দেখা যাবে তার Thyroid hormone কম , না হয় Cortisol বেশি। 

আবার ধরেন Thyroid Hormone বেশি , সে আসবে Anxiety নিয়ে। একজন নারীর প্রতি সাইকেলে Estrogen বাড়ার সাথে সাথে Confident হতে থাকে। আবার Estrogen কমার সাথে সাথে হতে থাকে অবসন্ন। 

Pregnancy Termination হবার পর দেহের Hormonal একটা বিরাট পরিবর্তন আসে। না জানি কেন,অকারনেই অভিমান হয় সবার উপর।চোখের কোনা বেয়ে সুরমা আর কুশিয়ারা নেমে আসে। এটাকেই বলে Postpartum Blue . 

অবশ্য আমাদের দেশে এটাকে পাত্তা দেয়া হয় না। মাথায় হাত রাখা হয় না। বলা হয়, ঢং করছে। 

Brain এ Dopamine আর Oxytocin যতো বাড়তে থাকে ততো তার সুখানুভব হয়। ভালবাসতে ইচ্ছে করে। মানুষ ভালবাসার মানুষের কাছে কেন যায়? কারন ভালবাসার মানুষের কাছে গেলে Dopamine আর Oxytocin নি:সরণ হয়। মনে হতে থাকে জীবন টা বুঝি Disney world. কিন্তু এই Dopamine ই যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায়, তখন হয় Schizophrenia. 

Androgen secreting Tumour যাদের হয়। সে সব ছেলে বাচ্চা গুলো বয়:সন্ধি প্রাপ্ত হয় মাত্র ৭ বছরে। স্বাভাবিক মানুষের থেকে এদের Sexual urge শতগুণ বেশি থাকে। 

গ্রীসে এক পথচারী কোন রকম আভাস ছাড়াই , পাসের এক পথচারী কে কিল ঘুসি মারতে মারতে Facial bone ই ভেংগে ফেলে। এবং পরে তার মৃত্যু হয়। আদালতে ট্রায়াল চলা কালীন তার Pheochromocytoma ধরা পরে। যে রোগে অতিরিক্ত পরিমানে Adrenaline Blood এ নি:সরণ হয়। 

Adrenaline কে বলা হয় Fight and Flight Hormone. এটা মানুষ কে Aggressive করে তোলে। পরবর্তীতে সেই আসামীর সাজা কমিয়ে দেয়া হয়। 

Hormone এর আরেক টা বৈষিষ্ট্য হলো Resistance. 

প্রথম প্রিয় মানুষের সাথে দেখা হবার পর যে ভাল লাগা টা কাজ করে। Dopamine rush এ নিশ্বাস গাঢ় হয়ে যায়, সময় ফুরায় বেকার যুবকের টাকার মতো। আস্তে আস্তে সেই অনুভূতি গুলো ভোতা হতে থাকে। তবু মানুষ এক ছাদের নীচে থাকে।কেউ বলে এখনো আগের মতো ভালবাসি।কেউ বা বলে ,নিতান্তই অভ্যস্ততা! কখনো হয়তো নির্ভরশীলতা।প্রার্থনা রইলো , Dopamine থাকুক তোমার রক্তে , সেই প্রথম দেখার মতোই তীব্র, সেই আলিংগনের মতোই শক্তিশালী। 


লেখকঃ ডাঃ সওগাত এহসান

Next
This is the most recent post.
Previous
This is the last post.
Top